Latest Post

জেলার বাইরে থাকা ব্যক্তিরা অবাধে ঘুরছে রাণীশংকৈলে

“ঢাকা নারায়ণগঞ্জ সিলেট কুমিল্লা নোয়াখালীসহ” সকল জেলার বাইরে থাকা ব্যক্তিরা ঠাকুরগাঁওয়ের ‘রাণীশংকৈলে নিজ বাড়িতে এসে অবাধে ঘুরাফেরা করছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে । এছাড়াও প্রশাসনের অসহযোগিতা নিয়েও তারা প্রশ্ন তুলেছে।

‘কামাল ডন নামে এক ব্যক্তি তার টাইমলাইনে লিখেছেন’—রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা রংপুরিয়া মার্কেট গ্রামে তিনজন ব্যক্তি ঢাকা থেকে এসে অবাধে ঘুরাফেরা করছেন। যা দেখার কেউ নেই।

‘এবং উপজেলার রাউতনগর কেওটান নামক এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি অজ্ঞাত গাড়ি যোগে নারায়ণগঞ্জ’ থেকে এসে অবাধে ঘুরছেন বলে এ আমাদের কাছে অভিযোগ করেছেন একাধিক ব্যক্তি। একইভাবে কাশিপুর ইউপির বলঞ্চা গ্রামে গত ৬ এপ্রিল রুপা গাড়িতে করে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে তিন ব্যক্তি এসে অবাধে চলাফেরা করছেন বলে আবু নামে এক ব্যক্তি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাসেজ করে জানিয়েছেন। একইভাবে নেকমরদ এলাকার আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি তার ফেসবুকে মন্তব্য করেছেন—আমার বাড়ির পাশের কয়েকব্যক্তি ঢাকা থেকে এসেছেন। তবে তিনি হোম কোয়ারান্টাইনে থাকছেন না। প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

যদিও উপজেলা প্রশাসন থেকে ‘বিদেশ ফেরতসহ জেলার বাইরে থাকা আসা ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনকে তথ্য প্রেরণের কমিটি’ রয়েছে। তবে সে কমিটি কাগজে কলমে বলে মনে করছে সচেতনমহল।

‘এদিকে সম্প্রতি রুপা নামে নাইটকোচ ও বিচ্ছিন্নভাবে মাইক্রো ট্রাকসহ বিভিন্ন বাহনে জেলার বাইরে থাকা লোকজন রাণীশংকৈলে’ তাদের নিজ বাড়িতে প্রবেশ করেছে। এদের বেশিরভাগ মানুষের নাম ঠিকানা নেই প্রশাসনের কাছে। তারা বাইরে থেকে এসে হোম কোয়ারান্টাইনে না থেকে অবাধে চলাফেরা করছেও বলে অভিযোগ ও সত্যতা পাওয়া গেছে।

‘এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা’ তিনি বলেন, আমরা খবর পেলেই জেলার বাইরের ফেরতদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। জেলার বাইরে থেকে আসা ব্যক্তিদের শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।



ছবি
"হোম অ্যালোন ৩" - home alone 3 [1997]

ইংলিশ মূভি - খুবই জনপ্রিয় একটি সিনেমা "হোম অ্যালোন ৩" - home alone 3 । এই সিনেমাটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউব এ এই সিনেমাটি তারা পাবলিক রিলিজ না করার কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না । ( "হোম অ্যালোন ৩" - home alone 3 [1997] )

সিনেমাটি পারিবারিক রোমানটিক ও কমেডি তাই অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে যায়। সিনেমাটিতে একটি ছোট বাচ্চা দিয়ে বেশ রোমানটিক করা হয়েছে যা আপনাদের বেশ মজা দিবে।


তাইতো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই সিনেমাটি দেখতে বা “ডাউনলোড” করতে পারেন । ( "হোম অ্যালোন ৩" - home alone 3 [1997] )


Highest Bangla Grossing films
----------------------------------------------

⇒Amazon Obhijaan

⇒Chander Pahar

⇒Boss 2: Back to Rule

⇒Paglu

⇒Panther: Hindustan Meri Jaan

⇒Sathi

⇒Paran Jai Jaliya Re

⇒Rangbaaz

⇒Praktan

⇒Awara

⇒Posto

⇒Shotru

⇒Challenge 2

⇒Zulfiqar

⇒Haami

⇒Durgeshgorer Guptodhon

⇒Mishawr Rawhoshyo

⇒Abhimaan

⇒Rajkahini

⇒Boss: Born to Rule

⇒Challenge

⇒Khokababu

⇒Shudhu Tomari Jonyo

⇒Paglu 2

⇒Shikari


সিনেমাটি ডাউনলোড করার জন্য প্রথমে নিচে থাকা “ডাউনলোড” করার সিস্টেম টি ভাল করে পড়ে নিন ।


০১। প্রথমে নিচের দেওয়া ছবির মত নতুন একটা টেপ নিন - যা এমন হবে ।



০২। তারপরে নিচে দেওয়া লিংটি কপি করে সার্চবারে পেষ্ট করে ইন্টার দিন।



তারপর উপরের দিকে দেখতে পাবেন একটি “ডাউনলোড” আইকন দেওয়া আছে অথবা নিচে “ডাউনলোড” আইকন দেখতে পাবেন । ( "গেমস-২" - Game 2 Full Movie 2018 HD 1080p )



০৩। এখন “Download anyway” এ ক্লিক করুন 



তো ওই “ডাউনলোড” আইকনে ক্লিক করলে মুভিটা “ডাউনলোড” হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পাবেন । এখানে ক্লিক করে সিনেমাটি উপভোগ করতে পারবেন পারবেন।



 “ডাউনলোড” বা দেখার নিয়ম উপরে দেওয়া আছে - প্রথমেঃ- http://tiny.cc/l6z9mz   ← এই লিংকটি কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Opera, Mozilla firefox, Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন ।।



পোস্টটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।




ভারতীয় বাংলা খুবই জনপ্রিয় একটি সিনেমা "গেমস-২" - Game 2 । এই সিনেমাটি যদিও অনেক আগেই রিলিজ হয়েছে, কিন্তু বর্তমানে কোন ওয়েবসাইট বা ইউটিউব এ এই সিনেমাটি তারা পাবলিক রিলিজ না করার কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না । ( "গেমস-২" - #Game_2 )

সিনেমাটি অনেক রোমানটিক ও হিট তাই অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে যায়। এই সিনেমায় যারা অভিনয় করেছেন - মূল নায়কের ভূমিকায়:- জিৎ, মূল নাইকার ভূমিকায়:- শুভশ্রী ও আরো অনেকেই

তাইতো আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি সহজেই এই সিনেমাটি দেখতে বা “ডাউনলোড” করতে পারেন । ( "গেমস-২" - Game 2 Full Movie 2018 HD 1080p Full HD )

Highest Grossing films
-------------------------------------------
Amazon Obhijaan
Chander Pahar
Boss 2: Back to Rule
Paglu
Panther: Hindustan Meri Jaan
Sathi
Paran Jai Jaliya Re
Rangbaaz
Praktan
Awara
Posto
Shotru
Challenge 2
Zulfiqar
Haami
Durgeshgorer Guptodhon
Mishawr Rawhoshyo
Abhimaan
Rajkahini
Boss: Born to Rule
Challenge
Khokababu
Shudhu Tomari Jonyo
Paglu 2
Shikari


সিনেমাটি ডাউনলোড করার জন্য প্রথমে নিচে থাকা “ডাউনলোড” করার সিস্টেম টি ভাল করে পড়ে নিন ।

০১। প্রথমে নিচের দেওয়া ছবির মত নতুন একটা টেপ নিন - যা এমন হবে ।


০২। তারপরে নিচে দেওয়া লিংটি কপি করে সার্চবারে পেষ্ট করে ইন্টার দিন।



তারপর উপরের দিকে দেখতে পাবেন একটি “ডাউনলোড” আইকন দেওয়া আছে অথবা নিচে “ডাউনলোড” আইকন দেখতে পাবেন । ( "গেমস-২" - Game 2 Full Movie 2018 HD 1080p )



তো ওই “ডাউনলোড” আইকনে ক্লিক করলে মুভিটা “ডাউনলোড” হতে থাকবে । এছাড়াও একটা ভিডিও আইকন দেখতে পাবেন । এখানে ক্লিক করে সিনেমাটি উপভোগ করতে পারবেন পারবেন।

 “ডাউনলোড” বা দেখার নিয়ম উপরে দেওয়া আছে - প্রথমেঃ- https://rb.gy/mwl2wa   ← এই লিংকটি কপি করে নিয়ে যেকোনো ব্রউজারে যেমনঃ- Opera, Mozilla firefox, Chrome , UCbrowser ইত্যাদি তে সার্চ করলেই মুভিটি পেয়ে যাবেন ।।


পোস্টটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিচে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন । এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ।।



সাভারে তাবলিগ জামাতের ফেরত ৭ ব্যক্তি বাড়িতে ফিরে আসায় মোট ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় সরকারের কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টাঙ্গিয়ে লকডাউন করার ঘোষণা দেন।

পুলিশ জানিয়েছে, ‘৭ এপ্রিল সিলেট থেকে তাবলিগ জামাত শেষ করে ওই এলাকার তাদের নিজ বাড়িতে আসেন। পরে ৮ এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিয়ে স্থানীয় দের মধ্যে জানা-জানি হলে স্থানীয় কাউন্সিলরদের খবর দেন এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন।

কাউন্সিলর জানা যে, ‘অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার দাবার পৌঁছে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘এএফএম সায়েদ’ জানান, স্থানীয় জনগণের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ বাড়ি লকডাউন করার ঘোষণা করেন স্থানীয় সরকার ও কাউন্সিলর।


সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৪ লাক্ষ ২৯ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ৭৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।


লোকাল খাতা

Picture
তানিয়া রেজা এবং দুই কন্যা নুজহাত ফেরদৌস আর নামিরা ফেরদৌস

স্ব-স্ত্রী তানিয়া রেজা এবং দুই কন্যা নুজহাত ফেরদৌস আর নামিরা ফেরদৌসকে নিয়ে চিত্রনায়ক ফেরদৌসের চির-সুখের সংসার। আ’ভিনয় আর স্টেজ শো নিয়ে প্রায়-ব্যস্ত সময় পার করেন শোবিজের এই মহা তারকা। আর স্ত্রী বৈমানিক চালিকা তানিয়া রেজা বিমানে ঘোরেন সারাবিশ্ব। শত ব্যস্ততার মাঝেও ভালো আছে তাদের এই ছোট সুখের সংসার। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আলাদা হতে হয়েছে তাদেরকে।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমার স্ত্রী পেশায় একজন পাইলট। ফ্লাইট নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে হয় তাকে। গত মাসের ২৮ তারিখ লন্ডনের একটি ফ্লাইট নিয়ে তানিয়াকে ঢাকায় ফিরতে হয়েছে। এরপর থেকে ও গুলশানের একটি বাসায় হোম-কোয়ারেন্টিনে আছে। আর আমি সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছি।

এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমার স্ত্রী ইচ্ছে করলে তো আমাদের সঙ্গেই থাকতে পারতো। আমরা না বললে, কেউ তো তা জানতে পারতো না। কিন্তু পরিবারের কথা ভেবে আমার স্ত্রী ‘তানিয়া’ স্বেচ্ছায় সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। তবে আর মাত্র কয়েকদিন পরই তানিয়া বাসায় ফিরবেন। সন্তানেরা ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে নিয়মিত কথা বলছে।’

এদিকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফেরদৌস বলেন, ‘করোনা নিয়ে অবহেলা করবে না। এই ভাইরাসটি একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আর! কে কে এই ভাইরাসটি বহন করছে, তাও আগে থেকে বলা যায় না। আমাদের সাবধানতাই আমাদেরকে রক্ষা করতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মতো চলতে হবে। না হলে, সবার সামনে বিপদ আসছে। নিজের ও পরিবারের কথা ভাবুন, ঘরে থাকে দেশকে রক্ষা করুন।’


সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশে মোট ১৪ লাক্ষ ২৯ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ৭৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।



লোকাল খাতা

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget