স্থানীদের সহায়তায় সাভারে ৭ বাড়ি লকডাউন
সাভারে তাবলিগ জামাতের ফেরত ৭ ব্যক্তি বাড়িতে ফিরে আসায় মোট ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় সরকারের কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টাঙ্গিয়ে লকডাউন করার ঘোষণা দেন।
পুলিশ জানিয়েছে, ‘৭ এপ্রিল সিলেট থেকে তাবলিগ জামাত শেষ করে ওই এলাকার তাদের নিজ বাড়িতে আসেন। পরে ৮ এপ্রিল বুধবার দুপুরে বিষয়টি নিয়ে স্থানীয় দের মধ্যে জানা-জানি হলে স্থানীয় কাউন্সিলরদের খবর দেন এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত হয়ে বাড়িগুলোতে লাল নিশান টাঙ্গিয়ে লকডাউনের ঘোষণা দেন।
কাউন্সিলর জানা যে, ‘অন্তত ১৪ দিন তারা কেউ বাড়ির বাইরে বের হতে বা বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারবেন না। তাদের প্রয়োজনীয় খাবার দাবার পৌঁছে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‘এএফএম সায়েদ’ জানান, স্থানীয় জনগণের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এলাকাবাসীর অনুরোধ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ বাড়ি লকডাউন করার ঘোষণা করেন স্থানীয় সরকার ও কাউন্সিলর।
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৪ লাক্ষ ২৯ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ৭৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।
লোকাল খাতা
Post a Comment
very sad news