রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে জবাই করে হত্যা করলো দূর্বৃত্তরা ! |
রাতের আঁধারে কে বা কারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর ঝাড়বাড়ি নামক স্থানে তৈয়ব আলী ( ৪০) নামের এক গরু ব্যবসায়ীকে গলায় জবাই করে সব জামা কাপড় খুলে তার মরদেহ গমক্ষেতের মাটিতে পুঁতে রেখে চলে যায় দূর্বৃত্তরা। আজ রবিবার সকালে গম খেতের মালিক সে তার গম খেত দেখতে গেলে গম গাছ ভাঙ্গা ও রক্ত মাখা দেখতে পেলে এলাকার লোকজনরে খবর দেয় এবং এলাকাবাসীর সবাই জানা জানি হলে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ তোলার ব্যবস্থা করেন। তৈয়ব আলী গোগর ঝাড়বাড়ি গ্রামের খমিরউদ্দীন ঘুটুর একমাত্র ছেলে। তার পরিবার জানান, গতকাল আনুমানিক রাত ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং মোবাইলে যোগাযোগ করা যাচ্ছিলনা বন্ধ বলেছিল। এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, লাশ তোলা হয়েছে এবং বিষেশ তদন্ত্র করে ব্যবস্থা নেওয়া হবে। এবং বিস্তারিত পরে আরো জানানো হবে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এখন গ্রাম বাসীর ভাস্য এই রাস্তা দিয়ে সব সময় গরু ব্যবসায়ীরা মোটা অংকের টাকা নিয়ে যাওয়া আসা করে। তারা সবসময় ঝুকির মধ্যে থাকে যা আরো এমন ঘটনা ঘটতে পারে। তবে ভাল বিচার হলে ও নিরাপত্রা বাড়ালে এমন ঘটনা কিছুটা কমে আসবে। আরো খবর পেতে....
Post a Comment