তানিয়া রেজা এবং দুই কন্যা নুজহাত ফেরদৌস আর নামিরা ফেরদৌস |
স্ব-স্ত্রী তানিয়া রেজা এবং দুই কন্যা নুজহাত ফেরদৌস আর নামিরা ফেরদৌসকে নিয়ে চিত্রনায়ক ফেরদৌসের চির-সুখের সংসার। আ’ভিনয় আর স্টেজ শো নিয়ে প্রায়-ব্যস্ত সময় পার করেন শোবিজের এই মহা তারকা। আর স্ত্রী বৈমানিক চালিকা তানিয়া রেজা বিমানে ঘোরেন সারাবিশ্ব। শত ব্যস্ততার মাঝেও ভালো আছে তাদের এই ছোট সুখের সংসার। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে আলাদা হতে হয়েছে তাদেরকে।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমার স্ত্রী পেশায় একজন পাইলট। ফ্লাইট নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে হয় তাকে। গত মাসের ২৮ তারিখ লন্ডনের একটি ফ্লাইট নিয়ে তানিয়াকে ঢাকায় ফিরতে হয়েছে। এরপর থেকে ও গুলশানের একটি বাসায় হোম-কোয়ারেন্টিনে আছে। আর আমি সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছি।
এই চিত্রনায়ক আরও বলেন, ‘আমার স্ত্রী ইচ্ছে করলে তো আমাদের সঙ্গেই থাকতে পারতো। আমরা না বললে, কেউ তো তা জানতে পারতো না। কিন্তু পরিবারের কথা ভেবে আমার স্ত্রী ‘তানিয়া’ স্বেচ্ছায় সবার থেকে নিজেকে আলাদা করে রেখেছেন। তবে আর মাত্র কয়েকদিন পরই তানিয়া বাসায় ফিরবেন। সন্তানেরা ভিডিও কলের মাধ্যমে মায়ের সঙ্গে নিয়মিত কথা বলছে।’
এদিকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ফেরদৌস বলেন, ‘করোনা নিয়ে অবহেলা করবে না। এই ভাইরাসটি একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। আর! কে কে এই ভাইরাসটি বহন করছে, তাও আগে থেকে বলা যায় না। আমাদের সাবধানতাই আমাদেরকে রক্ষা করতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মতো চলতে হবে। না হলে, সবার সামনে বিপদ আসছে। নিজের ও পরিবারের কথা ভাবুন, ঘরে থাকে দেশকে রক্ষা করুন।’
সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশে মোট ১৪ লাক্ষ ২৯ হাজার ৪৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮২ হাজার ৭৩ জন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।
লোকাল খাতা
Post a Comment
স্ত্রীর সঙ্গে থাকছেন না ফেরদৌস ও তার পরিবার >>>>> Download Now
>>>>> Download Full
স্ত্রীর সঙ্গে থাকছেন না ফেরদৌস ও তার পরিবার >>>>> Download LINK
>>>>> Download Now
স্ত্রীর সঙ্গে থাকছেন না ফেরদৌস ও তার পরিবার >>>>> Download Full
>>>>> Download LINK qX