বিক্রি বন্ধ হয়ে গেছে পোল্টি মুরগী - ক্ষোভে ১৮৫০০ জ্যান্ত মুরগীর কবর!
ক্ষোভে ১৮৫০০ জ্যান্ত মুরগীর কবর! |
অবশেষে বাংলাদেশে ধরা পড়ল মরণ ব্যাধি করোনা ভাইরাস।এই ভাইরাস কে ঠেকাতে বিশ্বে চলছে নানান গবেষণা ।। করোনা ভাইরাস যে বায়ুবাহিত রোগ নয়, তা আমরা এখন জানতে পারলেও, জানতে পারিনি এখনও যে,কি কি খাবার খেলে করোনা ভাইরাস আমাদের শরীরকে আক্রমণ করবে না ।। সম্প্রীতি ভারতে নিষিদ্ধ করেছে পোল্টি মুরগী খাওয়া ।।
এমন গুজব উঠেছে ভারতে।। সেখানে জানা যায় যে, বর্তমানের পরিস্থিতির উপর ভিত্তি করে তারা সংবাদ মাধ্যমকে জানায় যে,করোনা ভাইরাসকে ঠেকাতে পোল্টি মুরগী খাওয়া বন্ধ করতে হবে।। কারণ,দেশে যে গুলো পোল্টি মুরগীর খামার আছে সেখানকার পরিবেশ তেমন উন্নত নয় ।। যার কারণে , পোল্টি মুরগী গুলো যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হতে পারে সহজেই।। করোনা ভাইরাস যেহেতু সব প্রাণীকে সংক্রমিত করতেছে সেহেতু দেশের জনগন কে সচেতনতার লক্ষে এই পোল্টি মুরগী খাওয়া বন্ধ করতে অনুরোধ করা হয়েছে ।। যার কারণে অনেক সচেতন ব্যাক্তি পোল্টি মুরগী খাওয়া বন্ধ করে দিয়েছেন ।। এতে বিভিন্ন সমস্যায় পরেছেন পোল্টি মুরগী ব্যবসায়ীরা ।।
কারণ, এই গুজবের কারণে,পোল্টি মুরগী বিক্রি করা অনেকটাই কমে গেছে।।দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ার গুজবের ঠেলায় ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের পোল্ট্রি ব্যবসায়ীরা।খুব তাড়াতাড়ি সুদিন ফিরবে এমন টারও কোনো সম্ভাবনা নেই ফলে ফার্মের মুরগিদের খাবার ও দিতে পাচ্ছেনা তারা।আর সেই জন্যই ১৮৫০০ জ্যান্ত মুরগী কবর দিয়েছেন ব্যবসায়ীরা । তারা বলেছে যে, এমনিতেই অনেকাটা ক্ষতির মুখে পরেছি। তাই আর নিজের জেনে বুঝে ঘাটতি করার কোনো কথাই আসে না। তবে ঘটনা যে দিকে এগোচ্ছে তাতে ,গোটা দেশেও এমনটা ঘটার সম্ভাবনা প্রকট হবে।
এ ঘটনার পর বাংলাদেশের অনেকেই মনে করেন যে, বাংলাদেশেও এমন পরিস্থিতি সৃস্টি হতে পারে..। আরো জানতে ....