সোনার দোকানের ইট খুলে দূর্ধর্ষ চুরি |
রাণীশংকৈল প্রতিনিধিঃ উপজেলার ঐতিহ্য বাহী কাতিহার হাটে সোনার দোকানে চুরি।
ঘটনায় জানা যায়, কাতিহার উচ্চ বিদ্যালয়- বিপরীতে পাকা রাস্তা সংলগ্ন ‘ জয়দেব জুয়েলার্স ‘ নামে সোনার দোকানে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে, ইটের দেয়াল প্রায় ২ফুট বর্গাকারে কেটে ঘরের ভিতরে ঢুকে সোনা- রুপা নিয়ে যায়। দোকানের মালিক জয়দেব বর্মন বলেন, সকাল ৯টায় আমার
ভাতিজা এসে ঘরের দেয়াল ছিদ্র দেখে আমাকে খবর দেয়।
আমি এসে দেখি, বানানো সোনা রুপার গয়না সব কিছু চুরি করে নিয়ে গেছে ।
সোনার বানানো, ৩ জোড়া ঝুমকা, ছয় আনা পাকা সোনা, রুপা ৩২ ভরি। এলাকা বাসি বলেন, দোকানের পুর্ব পাশে ৫০ গজ দূরে বাড়ি ও রাত ব্যাপি পাহাড়াদার থাকা সত্ত্বেও কিভাবে
চুরি হয়--? এ রিপোর্ট লেখা পর্যন্ত ,থানায় জি ডি করার প্রস্তুতি
চলছিল ।
Post a Comment