ইউটিউব চ্যানেল হ্যাকার থেকে বাচানোর কিছু টিপস |
খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে বাংলাদেশের খুবই পপুলার কিছু ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে । এবং হ্যাকার অসংখ্য চাইনিজ ভিডিও চ্যানেলে আপলোড দিচ্ছে। একইভাবে আমার চ্যানেলও হ্যাক হয়েছিল এবং হ্যাকার ৪ দিনে ৯০০০+ চাইনিজ ভিডিও দিছিলো। অবশেষে চ্যানেলটি ফেরতও পেয়েছি ইউটিউব এর সাথে যোগাযোগ করে। এবং ঠিক কোন কারনে চ্যানেলটি হ্যাক হয়েছিল তা খুজে বের করতে সক্ষম হয়েছি। হ্যাকার প্রথমে পিসি হ্যাক করে যার কারনে চ্যানেলে(জিমেইলে) যত সিকিউরিটি দেওয়া থাকনা কেন তাতেও চ্যানেল বাচানো যায় না। এখন কথা হলো হ্যাকার কিভাবে পিসি হ্যাক করে ? আমার ও কয়েকজনের সাথে যেইরকম হয়েছিল Avast Antivirus Crack version ব্যবহার করার কারনে web companion নামে একটি adware পিসিতে অটোমেটিকভাবে ইনস্টাল হয়ে যায় ।এবং ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করে জানতে পারি এই web companion adware পিসিতে মূলত avast antivirus ও Utorrent ব্যবহার করার কারনে অটোমেটিকভাবে ইন্সটাল হয়ে যায় এবং আপনার পিসির সম্পূর্ন কন্ট্রোল web companion adware হাতে চলে যায় । এবং web companion adware এই তথ্য Third party এর কাছে বিক্রি করে দেয় । web companion adware হিডেন থাকে ।এটি আপনার পিসিতে আছে কিনা তা জানতে চলে যান Control Panel\Programs\Programs and Features তাই আমার মতে কোন ফ্রি এন্টিভাইরাস পিসিতে ব্যবহার না করাই ভালো । আশা করি আমি আপনাদেরকে চ্যানেল হ্যাক হওয়ার কারনটি বুঝাতে পারছি ।যদি আপনারা চান তাহলে পরবর্তী পোস্টে চ্যানেল হ্যাক হওয়ার পর কিভাবে ব্যাক আনবেন তা নিয়ে আলোচনা করব
Post a Comment