করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে! |
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চরছে, আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষণ দেখাতে পাচ্ছে না দেশটি। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার নতুন করে আরো পাঁচ হাজার আক্রান্তের খবর জানিয়েছে। এ নিয়ে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আরো ৫০ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে । এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক হাজার ৩৮০ জনে পৌঁছালো। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে আরো পাঁচ হাজার ৯০ জন ভাইরাস আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ৫৫ হাজার ৫৫০ জনের চিকিৎসা চলছে।
করোনাভাইরাস |
তবে বিশেষজ্ঞরা অবশ্য বলছেন! করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চলতি মাসের শেষে দিকে প্রায় পাঁচ লাখে পৌঁছবে বলে যে ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত তা না ও হতে পারে।
তবে ইউনিভার্সিটি অব সিডনির রোগ ও সংক্রামক বিশেষজ্ঞ অ্যাডাম কামারাদত-স্কট বলেন! ‘আক্রান্তের বর্তমান হার অনুযায়ী’ সুস্পষ্ট ইঙ্গিত মিলছে যে, চীনা কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোর্চ করার চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে বুধবার দেশের বাহিরে - রাজধানী টোকিওর কাছে কানাগাওয়া জেলায় এক ৮০ বছরের নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছে জাপানি কর্তৃপক্ষ।
এ নিয়ে চীনের বাইরে এখন পর্যন্ত করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হলো। এর আগে হংকং ও ফিলিপাইনে দু’জন মারা গেছে।
Post a Comment